Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৪:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৫

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।

রোববার (৭ অক্টোবর) রাতে সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকা থেকে  তাকে ডিবি পুলিশ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার ভিত্তিতে আফতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন আহত শিক্ষার্থী জহিরের ভাই। ওই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কারাগারে আছেন।

সারাবাংলা/ইআ

সুনামগঞ্জ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর