Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা-ইসরাইল যুদ্ধের এক বছর

আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৪ ১২:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলা গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। সংঘাতের এই এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এই সংঘাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মানুষ। যা এখনো অব্যাহত আছে।

বিজ্ঞাপন

হামলার এক বছর পূর্ণ হওয়ার আগেই রোববার (৬ অক্টোবর) ইসরাইল ফের লেবানন এবং গাজা উপত্যকায় বোমা বর্ষণ করেছে। ইসরাইলের বর্বর হামলা এখন আর শুধু গাজায়ই সীমাবদ্ধ নেই। লেবানন ও সিরিয়ায় একের পর এক হামলা ইসরাইল।

ইসরাইলের স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেট ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে অবতরণ করেছে। হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, ইসরাইলি গণমাধ্যমগুলো তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে। এ দুটি হামলায় ১০ জন আহত হয়েছেন।

হিজবুল্লাহ দাবি, হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা।

এ দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলাকে বেশ গৌরবময় বলে আখ্যায়িত করেছে। রোববার এক ভিডিও বার্তায় গোষ্ঠীটির সদস্য খলিল আল হায়া এ কথা বলেন।

তিনি বলেন, গৌরবময় ৭ অক্টোবরের ঘটনা শত্রুদের নিজেদের জন্য তৈরি করা ভুলগুলোকে ভেঙে দিয়েছিল। ফিলিস্তিন, বিশেষ করে গাজা এবং আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ এবং অবিচলতা দিয়ে একটি নতুন ইতিহাস লিখছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরাইল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে চলে যান। এক বছর ধরে চালানো এই সংঘাতে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলেও ধারণা করা হয়।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ আছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সারাবাংলা/এমপিঁ/ইআ

ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা গাজা যুদ্ধ ফিলিস্তিনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর