সড়ক দুর্ঘটনায় দিনকাল পত্রিকার সাংবাদিক নিহত
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ২০:২০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২০:২৭
৬ অক্টোবর ২০২৪ ২০:২০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২০:২৭
ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার ভিডিওগ্রাফার তানভীর আহমেদ।
রোববার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি দুই সন্তান রেখে গেছেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে রোববার বাদ এশা দৈনিক দিনকাল পত্রিকা অফিসের সামনে তানভীর আহমেদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
তানভীর আহমেদের এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
সারাবাংলা/এজেড/এসআর