চিরকুটে দাফনের কথা লিখে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
৬ অক্টোবর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২৩:৩১
নওগাঁ: জেলার মান্দায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর চিরকুট লিখে স্বামী আত্মহত্যা করেছেন। শনিবার (৫ অক্টোবর) রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে আতাউর ও তার স্ত্রী মারুনি বিবির মধ্যে প্রায় ঝগড়া হতো। গতকাল (শনিবার) গভীর রাতে আতাউরের মেয়ে কাজলি বিবি ফোনে জানায়, তার বাবা আত্মহত্যা করতে পারে। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। পরে আশপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাইনি। দরজা ভেঙে ঘরে ঢুকলে দুজনের মরদেহ পাওয়া যায়।’
ওসি মনসুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। মরদেহ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তাদের দাফন কীভাবে হবে, কোথায় টাকা রাখা আছে এসব উল্লেখ ছিল।’
ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এসআর