Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বন্যায় প্লাবিত আরও ১০ গ্রাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৮:৩৭

ময়মনসিংহ: অবনতি হচ্ছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি। দুই উপজেলায় নতুন করে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে পানিবন্দি হয়ে পড়েছে ৬০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ।

রোববার (৬ অক্টোবর) সকালে হালুয়াঘাটের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানান।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম। এদিকে বৃষ্টি না কমায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সরকারি অফিস আদালতে পানি ওঠায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটুসমান পানি ওঠায় টানা তিন দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও চিকিৎসকদের।

অপর দিকে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আশ্রয় কেন্দ্রেও ঠাঁই মিলছে না অনেকের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, স্মরণকালে এমন বন্যা দেখেনি এই দুই উপজেলার মানুষ। বন্যায় ফসলি জমি, সবজি ও মাছের পুকুর ডুবে যাওয়ায় একাকার অবস্থা তাদের।

সারাবাংলা/এসডব্লিউআর

বন্যা ময়মনসিংহ

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর