কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ২০ অক্টোবর
৩ অক্টোবর ২০২৪ ১২:০৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। এছাড়া, আগামী ২৭ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটার ভিত্তিতে যে ফল তা আগামী ৩ অক্টোবর মোবাইলে এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোটার ভিত্তিতে ফলের সাক্ষাৎকার আগামী ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৭ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এ ছাড়া বি ইউনিটের পরীক্ষা ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/ইআ