Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় শ্রমিক নিহত, ৩ বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ০২:১২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫০

বাসচাপায় এক তরুণ নিহত হওয়ার পর তিনটি বাসে আগুন দেয় উত্তেজিত জনতা। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনার জেরে স্থানীয়রা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেন।

বুধবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এক তরুণকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা বলাকা পরিবহণের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, বলাকা পরিবহণের বাসের চাপায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত পথচারীসহ স্থানীয়রা উত্তেজিত হয়ে তিনটি বাসে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে বাস তিনটির আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/টিআর

গাজীপুর বাস দুর্ঘটনা বাসে আগুন সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর