Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য ৭ দিনই ‘হাফ পাস’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ০১:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সবধরনের গণপরিবহনে সপ্তাহের সাতদিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পুলিশ, মালিক সমিতি ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস হিউম্যান হেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি সভা হয়েছে। সেখানে সপ্তাহে সাত দিনই হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। গণ-আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এ সিদ্ধান্ত নেন মালিক সমিতির নেতারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল সারাবাংলাকে জানান, পুলিশ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় শিক্ষার্থীদের জন্য এখন সপ্তাহের সাতদিনই সব গণপরিবহনে ভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা আগে শুধু বাসে অর্ধেক ভাড়া দিতেন। এখন সবধরনের গণপরিবহনেই তারা ‘হাফ পাস’র সুবিধা পাবেন।

প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগর এলাকায় শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

সারাবাংলা/আইসি/পিটিএম

৭দিন চট্টগ্রাম হাফ পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর