Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ১৯:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইনস্ট্রাকটর সোহেল রানা শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হয়েছেন। এতে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা গেছে, এদিন দুপুরের দিকে শিক্ষার্থীদের মারধরের শিকার হন শিক্ষক সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় ভাঙচুর করা হয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। এতে আহত হন ১৫/২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর উপজেলায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। বর্তমানে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সারাবাংলা/পিটিএম