পাচার হওয়া অর্থ ফেরত আনতে ১২ দেশে দুদকের ৭১চিঠি
১ অক্টোবর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৩
ঢাকা: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনি সহায়তা চেয়ে বিশ্বের ১২টি দেশে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১ অক্টোবর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এদিন দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল দুদকে এসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনি সহায়তা চেয়ে বিশ্বের ১২টি দেশে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২৭টির জবাব এসেছে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রতিনিধি দলটির কাছে সহযোগিতা চাওয়া হয়। তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।
সারাবাংলা/জিএস/পিটিএম