Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউনূসের সঙ্গে বৈঠক না করে ভারত পালিয়ে এসেছে’


৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৭

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক না করে জাতিসংঘ থেকে ভারত পালিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সীমান্ত হত্যা বন্ধ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন এ সমাবেশ আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পালিয়ে এসেছে, ড. ইউনূসের সঙ্গে বসে নাই। তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসে নাই। যে দেশ ৭১’ এ মুক্তিযুদ্ধ করেছে, ৯০ ও ২০২৪ সালে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, তার পক্ষে ভারত দাঁড়ায় নাই।’

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সমালোচনা করে তিনি বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। যাদের হত্যা করা হয়, তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে। কোনো প্রকার সতর্ক করা ছাড়া তাদের নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে। এটি জঘন্যতম অপরাধ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নাই।’

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, ‘সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিচারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ। গত ১৬ বছর ধরে বিএনপি নেতা-কর্মীসহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদেরকেই হয় গুম করেছে তা, না হয় হত্যা করেছে, মামলা দিয়েছে। তারা বাংলাদেশ থেকে এত টাকা সরিয়েছে যে, বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে, অন্য কোনো রাজনৈতিক দলের এমন নজির নাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শেখ হাসিনা আন্দোলন করবেন, নাকি নির্বাচন করবেন— এটা তার ব্যাপার। তবে, বাংলাদেশের মানুষ কখনো হত্যাকারীকে ছাড় দেয় নাই। এ দেশের মানুষ ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত করে নাই। যারা পালিয়ে গেছে তাদের এটা মনে রাখতে হবে।’

দুদু বলেন, ‘আগামী দিন গণতন্ত্রের পক্ষের, স্বাধীনতার পক্ষের মানুষের দিন। আগামী দিনে গণমানুষের ভোটে নির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং ১৬ বছরের যে জঞ্জাল তা পরিষ্কার করবে— এটাই বিএনপির লক্ষ্য।’

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ইমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, কৃষকদলের নেতা সাদি, মোখতার আকন্দ প্রমুখ।

টপ নিউজ বিএনপি শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর