Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনার সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৭

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকশ চাকরিপ্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। এতে আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিন সকালে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীরা অবরোধ ও বিক্ষোভ করতে গেলে পুলিশ প্রথমে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। তাতেও না সরলে লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওখানে তাদের থাকতে দেওয়া হবে না।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ টিয়ারশেল পুলিশ লাঠিচার্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর