Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ বছর বিচারাধীন থাকা মামলায় বিএনপি’র ১১৫ নেতাকর্মী খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরের এক নাশকতা মামলায় ১১ বছর বিচারাধীন থাকা অবস্থায় বিএনপি’র ১১৫ নেতাকর্মীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইমরান হাওলাদার।

রায়ের সময় আসামি শাহজাহান, মমিন আলী, দেলোয়ার হোসেন, মনছুর, আনিছ, মহিউদ্দিন, বিল্লাল, আবুল হোসেন, রমজান, দিন ইসলাম ,মনির হোসেন, মালেক শেখ, সোহেল, আবু তাহের, সাইফুল ইসলাম টিটু, কামাল, আসরাফ উদ্দিন, ফারুক মোড়ল, দিদারুল ইসলাম টিটু, জয়নালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, মামলার চার্জশিটে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দিলেও তদন্ত সাপেক্ষে মামলায় ১১৫ জনকে আসামি শ্রেণিভূক্ত করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ইমরান হাওলাদার জানান, শ্রীনগরের এক নাশকতা মামলায় ১১৫ জন আসামিকে খালাস দিয়েছে আদালত। বেশিরভাগ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নাশকতা মামলা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর