সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৬
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৬
সুনামগঞ্জ: সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পশ্চিম পলিরচর গ্রামের দেখার হাওরে এ ঘটনা ঘটে।
মৃত জলাল মিয়া (৩৫) উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিনালি বাড়ি চাঁন মিয়ার ছেলে ও মো. জসিম উদ্দিন (২৫) নোয়াগাইয়া বাড়ির নুরুল হক মিয়ার ছেলে.
স্থানীয় সূত্রে জানা যায়. সকালে মাছ ধরতে বাড়ির পার্শ্ববর্তী দেখার হাওরে গেলে বজ্রপাতে তাদের দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/ইআ