Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালী আমবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু রাফি (১৮)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন।

ইমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোবিন্দেরখিল গ্রামের নুরুল আমিনের ছেলে। সে তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতো।

তার বন্ধু নূর হোসেন জানান, ইমন মোবাইল মেকানিক। রাতে বন্ধু রাফির সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। বাইক চালাচ্ছিল রাফি আর পেছনে বসা ছিলো ইমন। মহাখালী আমবাগ এলাকায় হঠাৎ ব্রেক করলে দুজনই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন। আহত অবস্থায় তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রাফি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বনানী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর