Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝরনায় বেড়াতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মীরসরাইয়ে ঝরনায় বেড়াতে গিয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যাংক কর্মকর্তার নাম মাহবুব (২৭) বলে জানা গেছে। তিনি বেসরকারি ওয়ান ব্যাংকে চাকরি করতেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের সারাবাংলাকে জানান, ঢাকা থেকে ছয়জনের একটি টিম খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসেছিলেন। তারা সবাই ওয়ান ব্যাংকের কর্মকর্তা। ঝরনায় উঠার সময় মাহবুব ও অন্য একজনের মাথায় পাহাড় থেকে পাথর পড়ে। ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়।

আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। মাহবুবের পরিবার চট্টগ্রাম এলেই তার লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/আইসি/এমও

ঝরনা টপ নিউজ ব্যাংক কর্মকর্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর