ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪০
ঢাকা: সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) বাতিল করার আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। তিন দিন পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বৈঠকের আলোচনা বিষয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে দলটি।
বিবৃতিতে জানানো হয়, সভা মনে করে— প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং এই ইউনিয়ন পরিষদ বাতিল করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সারাবাংলা/এজেড/টিআর