চট্টগ্রামে ২ ছাত্রদল নেতাকে ‘তুলে নিয়ে’ নির্যাতন
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় দুই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া থেকে তুলে নেয়ার চার ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়েছে বলে রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দীন চৌধুরী জানিয়েছেন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে উদ্ধারের সময় তাদের হাত ও চোখ বাঁধা অবস্থার একটি ছবি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার দুজন হলেন— রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সোহেল ও সাজ্জাদ নামে দুজনকে মারধর করার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তবে তার আগেই তাদের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে দুজনকে নোয়াপাড়ার পথেরহাটে অ্যাপোলো হসপিটালে নিয়ে আসেন। সেখানে সাজ্জাদকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’
কারা এ ঘটনার সঙ্গে জড়িত— জানতে চাইলে ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, দলীয় গ্রুপিংয়ের জেরে এটা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। তবে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ কেউ করেননি।’
জানা গেছে, ঘটনার শিকার দুই ছাত্রদল নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দীন চৌধুরীর বরাতে তাদের অপহরণ করে নির্যাতনের তথ্য দেওয়া হয়।
জানতে চাইলে জসীম উদ্দীন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘দুই ছাত্রদল নেতা একটি সালিশের কাজে সকাল ১১টার দিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে আকস্মিকভাবে ১৭-১৮ জন সন্ত্রাসী উপস্থিত হয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের মারধর করতে করতে অদূরে কর্ণফুলী নদীর তীরে নিয়ে যায়।’
‘সেখান থেকে নৌকায় করে রাউজান ও বোয়ালখালী উপজেলার মাঝামাঝি মাঝেরচর নামে একটি এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের দুই হাত পেছন থেকে এবং চোখ বেঁধে অকথ্য নির্যাতন করে ফেলে রাখে। আত্মীয়স্বজনরা খবর পেয়ে মাঝেরচরে গিয়ে দুজনকে উদ্ধার করে।’
বিএনপির অভ্যন্তরীণ প্রতিপক্ষ একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন জসীম উদ্দীন চৌধুরী।
সারাবাংলা/আরডি/টিআর