Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে অনলাইন ক্লাস বাতিল

জবি করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

আগামী ১ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার অনলাইন ক্লাস বাতিল করে সশরীরের ক্লাস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ফলে আগের মতো এখন থেকে সপ্তাহে পাঁচ দিনই সশরীরে শ্রেণি পাঠদান চলবে।

বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক সভায় প্রতি মঙ্গলবারের অনলাইন ক্লাসের ক্লাসের পরিবর্তে ১ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়। সভায় সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালে আগস্ট মাস থেকে সপ্তাহের একদিন মঙ্গলবার অনলাইনে ক্লাস শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সে সময় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/টিআর

অনলাইন ক্লাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর