যুক্তরাজ্যে যাচ্ছেন অ্যাটর্নি, দায়িত্ব থাকবেন অতিরিক্ত অ্যাটর্নি রউফ
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫
ঢাকা: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নয় দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। আর এ সময়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আশরাদুর রউফ।
অ্যাটর্নি জেনারেল আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে সফরে থাকবেন। এ বিষয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয় নোটিশ জারি করেছে।
নোটিশে বলা হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের অনুপস্থিতিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ তার নিজ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম