Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবা অলিম্পিয়াডে যে ফলাফল করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯

দাবা অলিম্পিয়াডে অংশ নিতে হাঙ্গেরির বুদাপেস্টে গিয়েছিল বাংলাদেশ দল। এই টুর্নামেন্টের শুরুতে বেশ আশা জাগালেও শেষ পর্যন্ত কিছুটা হতাশা নিয়েই বাড়ি ফিরছে বাংলাদেশ দাবাড়ু দল। উন্মুক্ত বিভাগে ১৯৭ দেশের মাঝে বাংলাদেশ হয়েছে ৭৮ তম। নারীদের বিভাগে বাংলাদেশের অবস্থান ১৮৩ দেশের মাঝে ৮১তম।

উন্মুক্ত বিভাগে ১১ রাউন্ডের মাঝে ৫টি জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ২টি। সব মিলিয়ে এই বিভাগে বাংলাদেশের পয়েন্ট ১২। নারী বিভাগে ৫ জয় ও এক ড্রয়ে ১১ পয়েন্ট নিয়েই টুর্নামেন্ট শেষ করেছেন রানী হামিদরা।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন দুই দাবাড়ু। ৮২ বছর বয়সী রানী হামিদ নিজের প্রথম ৬ ম্যাচে জয় পেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে নিজের শেষ ম্যাচে হেরে গেছেন তিনি। অন্যদিকে ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কট করে আলোচনায় এসেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

এবারের দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত ও নারী দুই বিভাগেই সেরা ভারত। উন্মুক্ত বিভাগে ১০ জয় ও এক ড্রয়ে ভারতের পয়েন্ট ২১। নারী বিভাগে ৯ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে সেরা ভারতই।

সারাবাংলা/এফএম

দাবা অলিম্পিয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর