কুবির নতুন প্রোভিসি মাসুদা কামাল, ট্রেজারার সোলায়মান
২২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপউপাচার্য (প্রোভিসি) হিসেবে অধ্যাপক মাসুদা কামাল ও ট্রেজারার হিসেবে অধ্যাপক সোলায়মানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ দুজনকে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। উপসচিব মো. শাহীনুর ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।
ড. মাসুদা কামাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
ড. মাসুদা ও ড. সোলায়মান যোগদানের তারিখ থেকে আগামী চার বছর সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সারাবাংলা/টিআর
কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রেজারার নিয়োগ ড. মাসুদা কামাল ড. সোলায়মান প্রোভিসি নিয়োগ