Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৯

রাজশাহী: রাজশাহীতে চালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর দামকুড়া থানার কাজীপুর ল-পাড়া গ্রামের আমবাগানে নিহত রিকশা চালকের মরদেহ পাওয়া যায়। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রিকশাচালকের নাম মো. সাজিমুল (৩৫)। তিনি দামকুড়া থানার বাথান বাড়ি গ্রামের বাসিন্দা। বাবার নাম মো. আলম।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজিমুল এক ব্যক্তির ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকেলে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে স্থানীয়রা আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/পিটিএম

উদ্ধার মরদেহ রিকশা চালক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর