Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে নতুন প্রক্টর ও ডিন নিয়োগ

চবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

জানতে চাইলে নতুন প্রক্টর তানভীর মোহাম্মদ সারাবাংলাকে বলেন, ‘নিয়োগপত্র পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করব।’

এদিকে চবি’র ৯ অনুষদের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় তাদের অব্যাহতি দিয়ে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে বলে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া ডিনরা হলেন- চবির কলা ও মানববিদ্যা অনুষদে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদে ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কদির, সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদে ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

এ ছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এমআর/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ ডিন নিয়োগ প্রক্টর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর