রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭
২১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭
রংপুর: রংপুরের মিঠাপুকুরে ইটভাঙা গাড়িতে বাসের ধাক্কায় দুই জন শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা রংপুর হাইওয়ের শঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার হলদি বাড়ি এলাকার আব্দুল মতিনের ছেলে হাছেন মিয়া (৪০) ও একই এলাকার খোদা বকসের ছেলে সেলিম (৪০)। নিহত দু’জনই ইটভাঙা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। রংপুরের বড়দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী সৌখিন পরিবহন রাস্তার পশ্চিম থেকে পূর্বপাশে দ্রুতগতিতে পারাপারের সময় ইটভাঙা গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সার্জেন্ট আব্দুর রাশেদ বলেন, ‘বাসটিকে আটক করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম