বায়তুল মোকাররমে সাবেক ইমামের নেতৃত্বে হামলার অভিযোগ
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৯
ঢাকা: রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে সাধারণ মুসল্লি ও খাদেমদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিনের নেতৃত্বে কিছু মাদরাসা শিক্ষার্থী ও কয়েকজন ব্যক্তি বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। মিম্বরের কাছাকাছি স্থানে অবস্থান করা মুসল্লি ও খাদেমদের ওপর হামলা চালান তারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মসজিদ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলার ঘটনা ন্যাক্কারজনক। সাবেক ইমাম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা চালান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিষয় জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ছোট একটি ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা কাজ করছি।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।
সারাবাংলা/ইউজে/টিআর