Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫

খুলনা: গঠনের সাড়ে তিন বছর ও পূর্ণাঙ্গ হওয়ার তিন বছর পর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা জেলা বিএনপির জন্য আহ্বায়ক হিসেবে আমীর এজাজ খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু হোসেন ও সদস্যসচিব হিসেবে এস এম মনিরুল হাসানের নাম ঘোষণা করা হয়। প্রায় ছয় মাস পর ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন পায়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দেন। কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল।

সারাবাংলা/টিআর

আহ্বায়ক কমিটি কমিটি বিলুপ্ত খুলনা খুলনা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর