Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিটিয়ে যুবক হত্যা: ঢাবির ৪ শিক্ষার্থী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৯

তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই চার শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ দিন সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এরই মধ্যে চার শিক্ষার্থীকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

বিজ্ঞাপন

তারা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন এবং ভূগোল বিভাগের আল হোসাইন সাজ্জাদ।

এর আগে, বৃহস্পতিবার এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারপভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। সেইসঙ্গে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন : ফজলুল হক হলে তরুণকে পিটিয়ে হত্যা: ৩ ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ডিসি মিডিয়া বলেন, ‘বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এর পর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘তাদের আদালতে নিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কি উদ্দেশ্যে এবং কেন একজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে। তাদের আর কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর