Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর গুলি করা সেই রুবেল গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৪

ঢাকা: রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতার ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানোর অন্যতম আসামি দেলোয়ার হোসেন রুবেলকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো দেলোয়ার হোসেন রুবেলকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মুরকুন টেকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।’

মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলি করার কথা স্বীকার করেছেন রুবেল। তাকে সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গুলি ছাত্র-জনতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর