Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা, সন্দেহভাজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে, ট্রাম্পকে রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডায় এক বন্দুকধারী হত্যার চেষ্টা চালায়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পের ওপর এই হত্যাচেষ্টা করা হয়। তবে সিক্রেট সার্ভিস সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

বিজ্ঞাপন

সন্দেহভাজন ওই বন্দুকধারী ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল, দুটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ফেলেই একটি কালো রংয়ের নিশান গাড়িতে করে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলে (রাউথ ৫৮)।

ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী সন্দেহভাজন রায়ান ওয়েসলে (রাউথ ৫৮)। ছবি: ফক্স নিউজ

এদিকে হামলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আমার জন্য উদ্বিগ্ন ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ। এটি অবশ্যই একটি আকর্ষণীয় দিন ছিল!’

এছাড়া, তাকে সুরক্ষিত রাখার জন্য সিক্রেট সার্ভিস ও পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প।

সারাবাংলা/ইআ

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী সন্দেহভাজন গ্রেফতার সাবেক মার্কিন প্রেসিডেন্ট হত্যাচেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর