Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনার তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পুরাতন মেঘাই এলাকার যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ধসে গেছে বাঁধের ৭০ মিটার এলাকা। তবে ভাঙ্গন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকায় এ ভাঙন শুরু হয়। এরপর রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাঁধটির ৭০ মিটার এলাকা ধসে নদীগর্ভে চলে যায়। খবর পেয়ে রোববার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙন নিয়ন্ত্রণে জিওব্যাগ ডাম্পিং শুরু করেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, ‘নদীতে পানি কমে চর জেগে ওঠায় সব পানি ওদিক দিয়ে যাচ্ছে। ফলে পানি বিপৎসীমার অনেক নিচে থাকার পরেও প্রবল স্রোত তৈরি হয়ে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। ফলে এরইমধ্যে বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধসে গেছে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। ইতোমধ্যেই ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে মেরামত কাজে অংশ নেন। আশা করছি সেখানে আর ভাঙার সম্ভাবনা নেই। শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশ পুরোপুরি মেরামত করা হবে।’

সারাবাংলা/এমও

পানি উন্নয়ন বোর্ড বাঁধে ভাঙন যমুনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর