Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির আরও ৩ থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় আরও ৩ জনকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা আদেশে ৯ থানায় নয়জনকে ওসি পদে পদায়ন করা হয়েছিল।

অফিস আদেশে বলা হয়েছে, সিএমপির বিশেষ শাখার পরিদর্শক আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন করা হয়েছে। আর বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

এছাড়া সিএমপির পরিদর্শক রফিক আহমদকে ডবলমুরিং ও বাবুল আজাদকে পাহাড়তলী থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে জারি করা এক আদেশে সিএমপির ১৩ থানার ওসি একযোগে বদলি করা হয় এবং ১০ সেপ্টেম্বর আরেক আদেশে নগর পুলিশের ১৩ উপকমিশনার (ডিসি) ও দুই ওসি পদে রদবদল করা হয়।

সারাবাংলা/আইসি/এমও

ওসি সিএমপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর