Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৭

বান্দরবান: বান্দরবানে ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া (৩৮) বান্দরবানের লামা ফাইতং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।

বিজ্ঞাপন

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ধর্ষণের শিকার কন্যা শিশু (৮) পাশের রহিম খাঁর মুদি দোকানে শ্যাম্পুর জন্য গেলে অভিযুক্ত মো. হারুন (৩৮) তাকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়দের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২০২১ সালের ২ এপ্রিল শিশুটির মা ফারহানা নাসরিন বাদি হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রোববার এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থুয়াই মারমা জানান, অভিযুক্ত হারুন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা দেওয়ার আদেশ দেন।

সারাবাংলা/এমও

বান্দরবান যাবজ্জীবন শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর