Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের ছেলে মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

বিজিবি সূত্র জানায়, দক্ষিণ কলাউড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের ছেলে মোহাম্মদ হৃদয় মিয়াকে (২৫) আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

ভারতীয় রুপি যুবক আটক সুনামগঞ্জ সীমান্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর