Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে নেমে ভাই-বোনসহ ৪ শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩

ফাইল ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) পাচঁজন মিলে গোসল করতে নদে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো– বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর মেয়ে আঁখি খাতুন (৯) ও ছেলে আতিক হোসেন (৭)। এদের মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি ও অন্যরা প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে গ্রামের পাঁচ শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় এক শিশু পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে নদে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের বেশ কয়েকজন মিলে তাদের খোঁজাখুজি শুরু করে। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও তাদের পাওয়া যায়নি। বুধবার রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (আজ) ফায়ার সার্ভিসের ডুবরী দল নিখোঁজদের খোঁজার কথা রয়েছে।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রাত পর্যন্ত কাইকে খুঁজে পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

ব্রহ্মপুত্র নদ ভাই-বোন নিখোঁজ শিশু নিখোঁজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর