Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবমেরিন ক্যাবলের মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর সম্মতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫৩

ঢাকা: পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটি পুঁজিবাজারে দুই কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছেড়ে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ৬৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।

সরকার কর্তৃক প্রদত্ত শেয়ারমানি জমার বিপরীতে ইস্যু করা ওই সম্পূর্ণ শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে।

এই টাকা দিয়ে কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।

সারাবাংলা/জিএস/টিআর

পুঁজিবাজার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস বিএসইসি বিএসসিসিএল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর