Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চান ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৭

ঢাকা: প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, যেসব সরকারপ্রধঅনের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আমরা ভারত ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি আঞ্চলিক সম্পর্কসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগের কথাও তুলে ধরেন।

আরও পড়ুন- ‘গণমাধ্যম স্বাধীন, মন খুলে সমালোচনা করুন’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সরকারপ্রধান টেলিফোনে ও শুভেচ্ছাবার্তা পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার আমার সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা এরই মধ্যে বন্যা মোকাবিলায় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছি।

জুলাইয়ে দেশে যখন ছাত্র আন্দোলন চলছিল, সেই আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারদণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। সরকারের উদ্যোগে তাদের সেই সাজা মওকুফ হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সরকার দণ্ডিত ওই ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এরই মধ্যে তাদের কয়েকজন দেশে ফিরেও এসেছেন। এই ক্ষমা প্রদর্শন ছিল অতি বিরল একটি ঘটনা। এ জন্য আমি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

সারাবাংলা/টিআর

জাতির উদ্দেশে ভাষণ ড. মুহাম্মদ ইউনূস প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর