Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণমাধ্যম স্বাধীন, মন খুলে সমালোচনা করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৯

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বিটিভি থেকে নেওয়া

ঢাকা: একমাস হলো দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার সবার সমালোচনা গ্রহণের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি সরকারের গত এক মাসে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গণমাধ্যম যেন কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। আরও যেসব কমিশন সরকারসহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি, যেন তারা আরও শক্তিশালী হয় এবং জনকল্যাণে কাজ করে।’

ভাষণের শুরুতেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা বলেন, ‘সেসব বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার, লুটপাট ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের ভাই-বোনদের, আপনাদের সন্তানদের, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে।’

অধ্যাপক ইউনূস বলেস, ‘আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণঅভ্যুত্থানে সব শহিদের পরিবারকে পুনর্বাসন করা হবে। আহত সব শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর/পিটিএম

টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর