Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল, প্রক্রিয়া চলছে অন্যদেরও

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭

ঢাকা: সদ্য নিয়োগ পাওয়া ৫৯ জন জেলা প্রশাসকের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বাকিদের নিয়োগও বাতিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মোখলেস উর রহমান বলেন, ‘একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, এরইমধ্যে আট জনের নিয়োগ বাতিল করা হয়েছে।’

এর আগে, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরদিন আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। যা নিয়ে শুরু হয় বিক্ষোভ।

পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে প্রজ্ঞাপন বাতিলের দাবি তোলেন উপ-সচিব পর্যায়ের কিছু সংখ্যক কর্মকর্তা। তারা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমেরর কক্ষে প্রবেশ করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান। তারা ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি পদায়নের তালিকা তৈরির অভিযোগ তোলেন। যা বুধবারও (১১ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

ডিসি নিয়োগ বাতিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর