Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্সচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্সচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুবাইরা (৪) উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবায়েরের মেয়ে।

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার সকালে উখিয়া উপজেলা ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হাসপাতালে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। পথিমধ্যে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পথচারি এক শিশুকে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। এতে আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্পের কাছের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি জব্দ এবং চালককে আটক করে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।

শামীম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

কক্সবাজার শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর