Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনইসির চেয়ারপারসন ড. ইউনূস, প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) চেয়ারপারসন হয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা পরিষদের সকল সদস্য। গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে পরিষদের কার্যপরিধি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কার্যপরিধির মধ্যে দীর্ঘ ও মধ্য মেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন অন্যতম।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনইসি’র সহায়তাকারী কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, মূখ্য সচিব বা সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সব সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবরা।

সারাবাংলা/জেজে/পিটিএম

এনইসি চেয়ারপারসন টপ নিউজ প্রজ্ঞাপন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর