যৌথ অভিযানে ১১১টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১ জন
১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮
ঢাকা: গত ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলা যৌথ অভিযানে মোট ১১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ অধিদফতর। এসব অভিযানে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যৌথ অভিযানে মোট ১১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রিভলবার সাতটি, পিস্তল ৩০টি, রাইফেল নয়টি, শটগান ১৫টি, পাইপগান তিনটি, শুটারগান ১৬টি, এলজি পাঁচটি, বন্দুক ১৫টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, এসবিবিএল তিনটি, এসএমজি তিনটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি।’
ইনামুল হক বলেন, ‘যৌথ অভিযান চলাকালে মোট ৫১ জন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের ঘোষণা দেয়। গত ৪ সেপ্টেম্বর সেই অভিযান শুরু হয়।
সারাবাংলা/ইউজে/পিটিএম