Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

ঢাকা: রাজধানীর কদমতলি রায়েরবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলী রায়েরবাগ পুলিশ ফাঁড়ির পাশে নির্মাণাধীন আট তলা ভবনের নিচ তলায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার সোহাগধন গ্রামে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। পেশায় ছিলেন রাজমিস্ত্রি।

রাজুর সহকর্মী জিহাদ হোসেন বলেন,‘আমরা নির্মাণাধীন ওই আটতলা ভবনের নিচতলায় কাজ করছিলাম। রাজু নিচতলায় পানির মোটরের লাইন দিতে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ সময় চলে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় খুঁজতে গিয়ে দেখি, রাজু বিদ্যুতের তার ধরে দাঁড়িয়ে আছে। তখন তাকে ধরতে গেলে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কদমতলী থেকে এক শ্রমিককে সহকর্মীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর