Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি-পুলিশ সুপার পদে ১১ কর্মকর্তার বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৭

ঢাকা: বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, সাবেক ডিআইজি (চাকরিতে পুনর্বহাল) মো. আবদুল্লাহ আল মাহমুদকে পুলিশ সদর দফতরে ডিআইজি, পুলিশ সদর দফতরের সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. কামরুল আহসানকে পুলিশ সদর দফতরে ডিআইজি, নৌ পুলিশে সংযুক্তির আদেশপ্রাপ্ত ডিআইজি ইমতিয়াজ আহমেদকে হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদলির আদেশপ্রাপ্ত মো. শহিদুল্লাহকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও পুলিশ সদর দফতরের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুনন্দা রায়কে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে বদলি করা হয়েছে।

এ ছাড়া নৌ পুলিশের পুলিশ সুপার মো. আশিক সাঈদকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হককে সিআইডিতে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ ডিআইজি পুলিশ বদলি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর