Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

গত ১০ বছর ইংল্যান্ড দলের অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবার ঘোষণা দিলেন জাতীয় দলকে বিদায় বলার। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন জানিয়েছেন, ইংল্যান্ডের জার্সি গায়ে আর কোন ফরম্যাটেই দেখা যাবে না তাকে।

২০১৪ সালে অভিষেকের পর থেকে মঈন আলী জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে ৩৭ বছর বয়সে ইংল্যান্ড দলে নিয়মিত হতে পারছেন না তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও দলে জায়গা হয়নি তার। তাই স্বেচ্ছায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘আমার বয়স ৩৭ হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজেও ডাক পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন সময় এসেছে নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। এটাই সঠিক সময় বিদায় বলার। আমি আমার নিজের ভূমিকা পালন করেছি।’

বিজ্ঞাপন

ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে গর্বিত মঈন, ‘ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পেরে আমি সবসময়ই গর্বিত ছিলাম। দলের হয়ে আমি সব মিলিয়ে ৩০০ এর মতো ম্যাচ খেলেছি। এটা দারুণ ব্যাপার। এমন না যে আমার খেলার ধার কমে গিয়েছে। তবে বাস্তবতা বুঝতে হবে। এজন্যই আমি সরে দাঁড়াচ্ছি।’

২০১৪ সালে অভিষেকের পর ইংল্যান্ডের জার্সি গায়ে মঈন খেলেছেন ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-২০। সব ফরম্যাট মিলিয়ে তার রান ৬৬৭৮, সেঞ্চুরি ৮টি, ফিফটি করেছেন ২৮টি। সব ফরম্যাট মিলিয়ে উইকেট পেয়েছেন ৩৬৬টি। জাতীয় দলের খেলা ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন মঈন।

সারাবাংলা/এফএম

মঈন আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর