Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩০

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহিম ওই এলাকায় জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পৌরসভা ছনখোলা এলাকা সংলগ্ন রেল লাইন পার হচ্ছিলেন ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতর স্বজনরা ওই এলাকায় ছুটে আসেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

কক্সবাজার চকরিয়া টপ নিউজ ট্রেন মৃত্যু যুবক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর