Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন’ ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি: মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২

সেন্টমার্টিন দ্বীপের পথে একটি জাহাজ। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যেতে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, এ খবর সত্য নয়। এ বিষয়ে মন্ত্রণালয় বা পরিবেশ অধিদফতর কোনো সিদ্ধান্ত নেয়নি, ঘোষণাও দেয়নি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয় জরুরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বরের সই করা ‘জরুরি সংবাদ বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে, ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’— এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে— এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিংগেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব আরোপ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হয়েছে। তবে এ বিষয়ে পরিবেশ অধিদফতরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদফতর এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিজ্ঞাপন

জনগণের কাছে সঠিক বার্তা প্রচারের স্বার্থে প্রকাশিত গণমাধ্যমগুলোতে সংশোধনী প্রকাশের অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ে জরুরি এই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ পরিবেশ অধিদফতর পরিবেশ মন্ত্রণালয় প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের রেজিস্ট্রেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর