Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রিকসের ঘোষণায় এলো বিদেশি মদ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, চীন থেকে ফেব্রিকস ঘোষণায় আনা কনটেইনারটিতে এসব মদ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম।

বুধবার (৪ আগস্ট) রাতে বন্দরের এনসিটি ইয়ার্ডে চট্টগ্রাম কাস্টমস হাউজের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) শাখার সদস্যরা অভিযান চালিয়ে কনটেইনারটি জব্দ করেন।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম সারাবাংলাকে জানান, কাস্টমসের এআইআর শাখার কায়িক পরীক্ষায় ২০ ফুটের ওই কনটেইনারে এক হাজার ১১৪ কার্টুনে প্রায় ১১ হাজার ৬৭৬ লিটার মদ পাওয়া গেছে। চীন থেকে ফেব্রিকস ঘোষণায় আনা কনটেইনারটি থেকে জ্যাক ডিনিয়্যালস, টিচার্স, স্মিরনফ, ব্যালেন্টাইনস, পাসপোর্ট স্কচ, শিভাস রিগ্যাল, ফোর্থ স্ট্রিট, হান্ড্রেড পাইপারস, র‌্যাপিডস, অ্যাবসলুট ভোদকা, ব্ল্যাক লেবেল ব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের বিদেশি মদ পাওয়া যায়।

তিনি আরও জানান, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড চালানটির বিল অব এন্ট্রি দাখিল করেছে। ফেব্রিকস ঘোষণায় চালানটি এসেছে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের নামে। এ চালানে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে।

সারাবাংলা/আইসি/টিআর

চট্টগ্রাম বন্দর শুল্ক ফাঁকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর