Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৯

ঢাকা: গণভবনকে ‘জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্প‌তিবার (৫ সে‌প্টেস্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে। অর্থাৎ, গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।’

তিনি আরও বলেন, ‘আমাদের গণভবন, গণ’র (গণমানুষ) ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ, ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

আসিফ মাহমুদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহিদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়-অবিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুথান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”

তিনি বলেন, ‘বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি, বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণভবন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর টপ নিউজ যুব ও ক্রীড়া উপদেষ্টা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর