জেনারেল আজিজ ও তার ২ ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০
ঢাকা: অবৈধ সম্পদ, অর্থপাচার ও ক্রয় বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
একইদিন টেন্ডার বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল, সরকারি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
সারাবাংলা/জিএস/পিটিএম